
বিশেষ প্রতিনিধি ঃ দুই হাজার পিছ ইয়াবা ডেলিভারী দিতে এসে সবকিছু খোয়ালো টঙ্গী থেকে আসা অজ্ঞাত মাদক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে গত তিনদিন পূর্বে অর্থাৎ ২৬/০৪/২০১৭ইং তারিখ বুধবার বিকাল আনুমানিক ৪টার সময় রাজধানী খিলক্ষেত থানাধীন বরুয়া মোল্লা পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় – স্থানীয় মাদক ব্যবসায়ীরা ছেলেটির সঙ্গে থাকা মোটর সাইকেল দেড় লক্ষ টাকা দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোন সেট কেড়ে রেখে এলাকার দুলালের ঘরে তালা বদ্ধ করে রাখে। এক পর্যায়ে উক্ত এলাকার কিছু লোক ঘরের তালা ভেঙ্গে ছেলেটিকে বের করে আনে। তার পর দেশীয় তৈরী অস্ত্র দিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীরা ছেলেটিকে ধাওয়া করলে প্রাণের ভয়ে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ইয়াবা ট্যাবলেট ও দেড় লক্ষ টাকা এলাকার মাদক ব্যবসায়ীদের মাঝে ভাগ বাটোয়ারা করা হয়।