জেষ্ঠ্য প্রতিবেদকঃ মাদক চোরাচালান মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত ইয়াবা সম্রাট আমিন হুদা মারা গেছেন। শুক্রবার (৬ মার্চ) একটার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার রাখা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবার কবির চৌধুরী জানান, তিনি বেশ কিছুদিন ধরে বিএসএমএমইউতে ভর্তি ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


