মাদক সেবনকালে পুলিশের এসআইসহ তিনজনকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট : মাদক সেবনকালে পুলিশের এসআইসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাদরাসা বাজার থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ থানার এসআই ফিরোজ (৩৫), গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা শাকিল আহমদ চৌধুরী (৩৮) ও মুনির লোদী (৩৬)।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন বলেন, মাদক সেবনকালে একটি প্রাইভেটকারসহ স্থানীয় জনতা ওই তিনজনকে আটক করেন। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বেরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে পুলিশ তাদের হেফাজতে নেয়।