আল-আমীন, মেহেরপুরঃ স্বেচ্ছাসেবী সংস্থা কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে । গতকাল ১ লা নভেম্বর ২০১৬ রোজ মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় ভেড়ামারা সাতবাড়ীয়া দারুত্ব তাকওয়া মাদরাসার হল রুমে এই মানবিক কর্মসূচীর আয়োজন করা হয়। বস্ত্র বিতরণ করেন কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশন এর সহ-সভাপতি নকীব আহমেদ, অফিস সেক্রেটারী মোঃ ইব্রাহিম খলিল । এ সময় উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার মোহতামিম মাওঃ মোঃ আব্দুল হান্নান, মাদরাসার শিক্ষক ক্বারী হাফিজুর রহমান, মোঃ হাফিজুল ইসলাম, হাফেজ নাজমুল হাসান, মাওঃ শরিফুল ইসলাম, মাওঃ ইমরান হোসেন। বস্ত্রগুলি পেয়ে ছোট সোনামুনিরা খুবই আনন্দ অনুভব করে। মাদরাসা কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশন ভবিষতে এই মাদরাসার সার্বিক উন্নয়নে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।