
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ষষ্ঠ শ্রেণির চারটি পাঠ্যপুস্তক ইন্টার্যাকটিভ ডিজিটাল মাদরাসা টেকস্টবুকসে (আইডিএমটি) রূপান্তর করা হয়েছে।
বইগুলো হলো- কোরআন মাজিদ ও তাজভিদ, আলআকাইদ ওয়াল ফিকাহ, আললুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ (আরবি ১ম পত্র), কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ (আরবি ২য় পত্র)।
শনিবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বইগুলোর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, আমরা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের আরো ১৬টি বইয়ের অনলাইন সংস্করণের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। সেটি সেরে গেলে এ বইগুলোর অনলাইন সংস্করণ প্রকাশ করা যাবে।
আইডিএমটি-এর আওতাভুক্ত বইগুলো ২০১৭ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হলো। প্রত্যেক মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই এটি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে পড়তে পারবে।
শিক্ষামন্ত্রী বলেন, এর ফলে শিক্ষার্থীদের বইয়ের বোঝা অনেকাংশে কমে যাবে। প্রযুক্তিগত সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে এ কষ্ট অনেকাংশে হ্রাস পাবে। একটি ট্যাবে সব বই থাকবে। শিক্ষার্থী কোনো বিষয় বুঝতে না পারলে ট্যাব থেকে বইটি বের করবে। সেখান থেকে এ বিষয়ে সমাধান বের করতে পারবে। যেকোনো শব্দের ব্যাখ্যা সহজেই জানতে পারবে। ধারাবাহিকভাবে সব পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, আইডিএমটি প্রচলিত পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন, যা অনলাই বা অফলাইন সুবিধা নিয়ে ইলেক্ট্রনিক বিভিন্ন মাধ্যমে, যেমন- কম্পিউটার, ট্যাব এমনকি মোবাইল ফোনেও পড়া যায়। এটি একটি ই-লার্নিং ম্যাটেরিয়াল যা শিক্ষার্থীর শ্রেণি, বয়স, চাহিদা ও প্রবণতা বিবেচনা করে প্রণীত হয়েছে। প্রয়োজনীয় শব্দের অর্থ, বাস্তব উদাহরণ, কোনো ঘটনার বিবরণ, বাস্তব দৃশ্য, ছবি, ভিডিও এতে সংযোজন করা হয়েছে। সুললিত কণ্ঠে কোরআন মাজিদের সূরা ও আয়াতের তেলাওয়াত এবং গুরুত্বপূর্ণ আরবি অংশের অডিও সংযুক্ত করা হয়েছে।