বিনোদন ডেস্ক : মাদাম তুসোতে স্থান পাচ্ছে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমা খ্যাত অভিনেতা প্রভাসের মোমের মূর্তি।
ভারতের দক্ষিণী সিনেমার প্রথম অভিনেতা হিসেবে প্রভাসের মোমের মূর্তি মাদাম তুসোতে স্থান পাচ্ছে।
ব্যাংককের মাদাম তুসোতে খুব শিগগিরই এ মূর্তি স্থাপন করা হবে। বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার অমরেন্দ্র চরিত্রের আদলে তার মোমের মূর্তিটি তৈরি করা হবে বলে জানা গেছে। প্রভাসের মূর্তিটি যাদের পাশে স্থান পাচ্ছে তার মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৭ সালের মার্চে এ মূর্তি উন্মোচন করা হবে।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে খবরটি প্রকাশ করেছেন নির্মাতা এসএস রাজামৌলি। তিনি লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রভাসের মোমের মূর্তি তৈরি করছে মাদাম তুসো। প্রথম দক্ষিণী অভিনেতা এ সম্মান পাচ্ছেন।’
‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু অভিনেতা প্রভাস। বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান তিনি। এক সময় শুধু তেলেগু সিনেমার দর্শকের কাছে তার পরিচিতি থাকলেও এখন তার খ্যাতি বিশ্বজুড়ে।
২০১৫ সালে মুক্তি পায় বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি বাহুবলি-দ্য কনক্লুশন। সিনেমাটিতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে।