মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে।
রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ছাত্রীর নাম সাথী। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ নবগ্রাম এলাকার মিলন নামের এক কলেজছাত্র সাথীকে উত্ত্যক্ত করে আসছিল। রোববার সকালে মিলন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে সাথীকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সাথী মারা যায়।
মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’ তবে আটক ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।