মাদারীপুরে এক তরুণীর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি : জেলার কালকিনিতে বৃষ্টি আক্তার (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এই ব্যাপারে কোনো আলামত পাওয়া যায়নি।

শুক্রবার সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার চরসাহেবরামপুর গ্রামের আবুল হোসেন বেপারীর মেয়ে বৃষ্টি আক্তারের লাশ পাশের একটি পরিত্যক্ত বাড়িতে পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক বাশার বলেন, ওই তরুণী কি কারণে মারা গেছে বলতে পারবো না। তবে ময়নাতদন্তের পরে আমরা বলতে পারবো।