মাদারীপুরে রাতের আঁধারে পদ্মায় বিলীন হয়ে গেছে আরেকটি দোতলা স্কুল ভবন।
মঙ্গলবার রাতে শিবচরের চরাঞ্চলের বন্দরখোলা ইউনিয়নের কাজীরসুরা ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতল ভবন ও সাইক্লোন শেল্টারটি নদীতে বিলীন হয়ে যায়। এখনো এলাকায় ভাঙন ঝুঁকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
ভাঙন এলাকায় গিয়ে দেখা গেছে, গত কয়েক দিন ধরে পদ্মা নদীর পানি কমায় শুরু হয়েছে ভাঙন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিক ভাঙন ভয়াবহ রূপ নেয়। কাজীরসুরা ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যায়। স্কুলটিতে লেখাপড়া করতো ২শ’ শিক্ষার্থী। এটি চরাঞ্চলের সাইক্লোন শেল্টার হিসেবেও ব্যবহৃত হতো। স্কুলটি নদীতে বিলীন হওয়ায় লেখাপড়া হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েছেন দুশ্চিন্তায়।
বুধবার (১৯ আগস্ট) সকালে ২৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, মঙ্গলবার রাতে স্কুলটি নদীতে বিলীন হয়ে যায়। বিকেলেও ইউএনও, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান স্কুল পরিদর্শন করে গেছেন, তখনও স্কুলটি ছিল।
স্কুল কবে আবার তৈরি করা হবে, কোথায় হবে বা কোনো জায়গা ভাড়া নেয়া হবে সেটি এখন বড় ভাবনা। শিশু শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হবে।
এর আগে গত ২৩ জুলাই পদ্মা নদীর প্রবল স্রোতে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ভবনটি নদীতে বিলীন হয়ে যায়। ২৯ জুলাই কাঠালবাড়ি ইউনিয়নের ৭৭নং কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার তিনতলা ভবনটি বিলীন হয়ে যায়।