মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এতিহাসিক ৭ মার্চের ভাষন ও উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মাদারীপুর প্রতিনিধি: এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন বজ্রকণ্ঠে এই উচ্চারণ করেছিলেন, সেদিনই এ দেশের মানুষ বুঝে গিয়েছিল পাকিস্তানের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির সময় এসেছে। ১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর এই ভাষণটিই আসলে বাঙালির পরাধীনতা মুক্তির সনদ। আজ ঐতিহাসিক সেই দিনটির ৪৮তম বার্ষিকী। উপলক্ষে মাদারীপুর শহরের পানিছএ এলাকায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা শাখা কার্যালয় গত ৭ মার্চ সন্ধা ৭ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের মাদারীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এইচ এম মাসুম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামীম আকন্দের সনচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহিদুল হক হাওলাদার,সহ সভাপতি মাদারীপুর জেলা। নজরুল ইসলাম, সাধারন সম্পাদক ও শেখ মো: মোরছালিন যুগ্ন সাধারন সম্পাদক।এছাড়া আরো অন্যন্য প্রমূখ।