বেতন মওকুফের দাবি

মাদারীপুরে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

মাদারীপুরে দেশের বিভিন্ন স্থানে পড়াশুনা করা বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদারীপুর প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।

এ সময় তারা অভিযোগ, করোনার মহামারিতে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর প্রতিষ্ঠানগুলো জোর করে আদায় করছে মাসিক বেতন। এমনকি না থাকলেও হোস্টেলের ফি প্রদান করতে বাধ্য করা হচ্ছে। এমতাবস্থায় এসব ফি মওকুফ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা।

এছাড়া প্রফেশনাল বেতনভিত্তিক প্রক্রিয়া ব্যবস্থার চালুর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুইয়িত মুজাহিদ বাঁধন, প্রান্ত ইসলাম, সুমাইয়া আকবর লিরা, ইসরাত জাহানসহ অনেকেই।