মাদারীপুরে শাহ্ মাদার দরগা শরীফ এতিমখানায় দুদকের অভিযান: ৪৭ লাখ টাকার জালিয়াতি 

আরিফুর রহমান, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার দরগাখোলা এলাকায়  শাহ্ মাদার দরগা শরীফ এতিমখানায় মাদ্রাসা  ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেন।
১৫ জুলাই  মঙ্গলবার সকাল ১১ টায়   মাদারীপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।
এসময় অভিযুক্ত মাওলানা শরীফ মোহাম্মদ আলামীন ও হযরত শাহ্ মাদার দরগা শরীফ আলিয়া মাদ্রাসার বর্তমান সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করা হয়।
 অভিযানে মাদ্রাসায় এতিমদের ৪৭ লক্ষ টাকার এফডিআর জাল স্বাক্ষরের মাধ্যমে আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানান দুদক । এছাড়াও, প্রকৃত এতিম শিক্ষার্থীর সংখ্যা ৪০ জন হলেও ১৪০ জন দেখিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দ এনে আত্মসাৎ করার তথ্যও পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।
 জেলা দুদকের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান।
আমরা অভিযোগ অনুযায়ী অনুসন্ধান করে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছি। এই সংক্রান্ত সকল তথ্য ও প্রমাণাদি কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।