মাদারীপুরে হত্যা মামলার একমাত্র আসামি মিলন মণ্ডলকে ফাঁসির আদেশ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নিতু মণ্ডল হত্যা মামলার একমাত্র আসামি মিলন মণ্ডলকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ১৮ সেপ্টেম্বর নিতু মণ্ডলকে কুপিয়ে হত্যা করে একই গ্রামের মিলন মণ্ডল। এ ঘটনায় ওই দিনই ডাসার থানায় একটি হত্যা মামলা করেন নিতুর বাবা নির্মল মণ্ডল। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মিলন মণ্ডলকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন আদালত।

মিলন মণ্ডল আলিসাকান্দি গ্রামের বিরেন মণ্ডলের ছেলে। নিতু মণ্ডল ডাসারের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।