মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় বাহাদুর মার্কেটের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হামজা (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মস্তফাপুর বাসস্ট্যান্ডের দোতলার একটি মার্কেটে ১০-১২ জন শ্রমিক ছাদের কাজ করছিলেন।
এ সময় অসাবধানতাবশত একটি রড বিল্ডিংয়ের পাশ ঘেষে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের বাবুল মাতুব্বরের ছেলে হামজাসহ আরো এক শ্রমিক গুরুতর আহত হন। দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামজাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াঊল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।