ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বেইজিং এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনকে সংলাপের পথে ফিরতে হবে।
বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেন মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে এবং দ্রুত তাদের মুক্তি দেয়।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সরকার উৎখাতে সব ধরনের তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে চীন বলেছে, সংকটের সমাধান হতে হবে ‘সংলাপ ও আলোচনার’ মাধ্যমে।
এর আগে চীন জানায়, একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন প্রকাশ্যে এমন শক্তি প্রয়োগে তারা ‘গভীরভাবে বিস্মিত’।
উল্লেখ্য, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে সামরিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে।


