গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসার অধ্যাক্ষের বিরুদ্ধে পোষ্টারিং ও মাইকিং : ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জালাল উদ্দীনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের ব্যাপক অভিযোগ উঠেছে। এলাকাবাসী এর প্রতিকার চেয়ে লিফলেট ও পোষ্টার ছাপিয়ে তা প্রশাসন ও সাধারন মানুষের মাঝে বিতরন করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি বিক্ষোভ ও সমাবেশ করেছে গোপালগঞ্জের ব্যবসায়ীরা। এ সময় তারা গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জালাল উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে ও তার অপসারন দাবী করে। বিক্ষোভ সমাবেশ চলাকালিন সময়ে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ ও জেলা স্বেচ্ছা সেবকলীগ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ একাত্তত্বা ঘোষনা করে।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মোল্লা রনি হোসেন কালু, নিউটন মোল্লা, প্রিন্স, স্বেচ্ছা সেবকলীগ নেতা আকরামুজ্জামান আকরাম, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, ব্যবসায়ী কয়েস আহম্মেদ, ব্যবসায়ী রওশন আলী, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা মসজিদের মোয়াজ্জিন আব্দুল ওয়াহাব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২৪ ঘন্টার ভেতর গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জালাল উদ্দীনকে অপসারন না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। অধ্যক্ষ মো: জালাল উদ্দীন যুদ্ধাঅপরাধী দেলোয়ার হোসেন সাঈদির আপন খালাতো ভাই। তিনি রাজাকার পরিবারের সদস্য গোপালগঞ্জের মাটিতে কোন রাজাকার রাখা হবে না বলে হুশিয়ারী জানায় তারা। এ সময় তারা গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জালাল উদ্দীনের কুশপুত্তলিকা দাহ্য করে।
সমাবেশ চলাকালিন সময়ে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজি লিয়াকত আলী লেকু ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান সমাবেশ স্থলে আসেন। এ সময় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথা বলে জানান, জেলা প্রশাসকের মাধ্যমে গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জালাল উদ্দীনের সকল অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন। এ সময় ব্যবসায়ীরা তার কথায় আশ্বস্থ হয়ে বিক্ষোভ সমাবেশে তুলে নেয়।
উল্লেখ্য দেশের বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় “গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসার অধ্যাক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ : এলাকায় লিফলেট বিতরন” ও “সংবাদ প্রকাশের জের : মাদ্রাসার অধ্যাক্ষের দৌড়ঝাপ শুরু গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসার অধ্যাক্ষের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ : এলাকার মানুষ ফুঁসে উঠেছে” শিরোনামে পর পর দুটি সংবাদ প্রকাশিত হয়।


