মাধ্যমিক শিক্ষা জাতীয়করন কমিশন গঠনের দাবিতে স্মারকলিপি প্রদান 

শাহ কামাল চরফ্যাশন: চরফ্যাশনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিতে চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার হকের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।  ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ১ টা ৪৫ মিনিটে উপজেলা মাধ্যমিক স্তর (মাদ্রাসা, মাধ্যমিক স্কুল ও কলেজ )শিক্ষকদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সহ প্রায় শতাধিক শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। 

স্মারক লিপিতে বর্ণনা মতে  জানা যায়, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতকরা ৯৭ ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা অতীব জরুরি। একই শিক্ষাগত যোগ্যতায়, একই পাঠ্যপুস্তক, একই ভোটের আওতায়, পরীক্ষা হলেও সরকারি বেসরকারির মধ্যে আর্থিক সামাজিক মর্যাদার বৈষম্য শিকার উন্নয়নের প্রধান অন্তরায়। তাই শিক্ষা সংগঠন সকল শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসার জাতীয়করণ। এটি নিশ্চিত হলে শিক্ষক ও শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে। শিক্ষার মান গুণগত বৃদ্ধি পাবে। 

মাধ্যমিক স্তরের শিক্ষার নানা সমস্যায় জর্জরিত। স্কুলের মাদ্রাসা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য এবং  এবং স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সমস্যা প্রকট। দ্রুত পরিকল্পনা পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। এতে কমিশনের একটি সাধারণত বেতন কাঠামো তৈরি করবে। তাদের মর্যাদা প্রেরণা বৃদ্ধি পারবে। 

এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন কারামাতিয়া    কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন,আনজুর হাট আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম আসলামী, উপজেলা মাধ্যমিক একাডেম  সুপারভাইজার  খলিলুর রহমান, এওয়াজপুর অজুপিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল,চরফ্যাশন টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, সুপার মাওলানা সিদ্দিক, আলহাজ্জ ওয়হেদ আলি দখিল মাদ্রাসা সুপার মাওলানা সালেহ উদ্দিন, মাওলানা শাহ কামাল উদ্দিন, সুপার হামিদপুর হামিদিয়া দাখিল মাদ্রাসা প্রধান শিক্ষক জামাল উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি মাওঃ মাহবুবুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।