
নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে মানবতাবিরোধী অপরাধ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগেও মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার গাওঘরা গ্রামের মৃত আফসার আলী শেখের ছেলে আশরাফ শেখ, একই উপজেলার মাছালিয়া গ্রামের মৃত এমদাদ আলী হাওলাদারের ছেলে আমজাদ হোসেন হাওলাদার, সুন্দরমহল গ্রামের মৃত হাসান শেখের ছেলে আতিয়ার শেখ, লক্ষ্মীখোলা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে মোতাচ্ছিন বিল্লাহ ও বিরেট গ্রামের মৃত দবির উদ্দিন গোলদারের ছেলে কামাল উদ্দিন গোলদার।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে যাচাই বাছাই করে জানা যায় তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগেও মামলা রয়েছে।