মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে খাজা মিয়া গ্রেপ্তার

শেরপুর সংবাদাদাতা : মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে শেরপুরের নকলা উপজেলার হোমিও চিকিৎসক ডা. এমদাদুল হক খাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে আজ সোমবার ভোরে নকলার কুর্শা এলাকার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শেরপুরের পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি ডা. এমদাদুল হক খাজা মিয়াকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে মামলার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।