
নিজস্ব প্রতিবেদক : শনিবার বিষয়টি জানিয়েছেন সিআইডির অর্গানাইজড ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন সুলতানা।
বিদেশে অবৈধভাবে মানবপাচার ও প্রতারণার দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি জানান, শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।