‘মানসিক অবস্থা ঠিকঠাক না থাকলে একটা বলেই ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে

 ক্রীড়া প্রতিবেদক : ‘মানসিক অবস্থা ঠিকঠাক না থাকলে একটা বলেই ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে। সে দিক থেকে এই ম্যাচে আমরা শ্রীলঙ্কার মত খেলতে পারিনি। দ্বিতীয় ইনিংসেও ওদের উপল থারাঙ্গা যে ব্যাটিং করেছে, তাকে দেখে মনেই হয়নি তার কোনো সমস্যা হয়েছে। আমাদের ব্যাটসম্যানদের মানসকিতা আমাকে হতাশ করেছে।’- গল টেস্ট শেষে সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেনবাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

লঙ্কানদের বিপক্ষে দুই ইনিংসে বাংলাদেশের হয়ে একাই লড়াই করেছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৫ রান ও দ্বিতীয় ইনিংসে মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। এছাড়া প্রায় প্রতিটি ব্যাটসম্যান ভালো শুরু পেলেও স্কোর বড় করতে পারেননি। দায়িত্ব নিয়ে না খেলায় হতাশ টাইগার দলপতি। দ্বিতীয়বারের মত গল টেস্ট ড্রয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় মর্মাহত মুশফিক। একই সাথে শেষ দুই সিরিজে দল খারাপ করায় খেলোয়াড়দের মানসিক ঘাটতির কথা বলেছেন মুশফিক।

তার ভাষ্য,‘গত দুটি সিরিজে আমাদের ম্যাচ ড্র করার সুযোগ হয়েছিল। এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। মানসিকভাবে আমরা হয়তো ডেলিভারি দিতে পারছি না। দক্ষতা থাকা এক কথা, ডেলিভারি দেয়া কিন্তু আরেক কথা। যে পরিস্থিতিগুলো মাঠে তৈরি হয়, সেগুলোতে যেন আমরা আরো সুশৃঙ্খল হতে পারি, সেটা খেয়াল রাখতে হবে।এ রকম অবস্থা আমাদের পেরিয়ে আসতে হবে, খুব তাড়াতাড়ি।’

তবে তার বিশ্বাস দ্বিতীয় টেস্টে স্বরূপে ফিরে আসবে বাংলাদেশ। মুশফিক বলেছেন,‘এটা আমাদের জন্য বড় একটা ব্যর্থতা। আমাদের একটা সুযোগ হাতছাড়া হল। যদিও শ্রীলঙ্কা ভালো দল। তবে আরো একটা ম্যাচ আছে, আমরা আশা করি সেখানে ভালো খেলতে পারব। উপরের পাঁচ-ছয়জন ব্যাটসম্যানের উচিত আরো দায়িত্ব নেওয়া। পরের টেস্টে এ রকমই যেনো আমাদের পরিকল্পনা থাকে।’

অনেক খারাপের মধ্যেও অর্জনগুলোকে তুলে ধরেছেন মুশফিক,‘সৌম্য দুই ইনিংসেই ভালো ব্যাটিং করেছে। তামিমও ভালো ব্যাটিং করেছে।বোলিংটাও ঠিকই ছিল। বোলারদের আরো ভালো করার সুযোগ ছিল। অবশ্য ফ্লাট উইকেটে ভালো করার যথেষ্ট চেষ্টা করেছে তারা।’