
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে আকস্মিক ঝড়ে আব্দুল আওয়াল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার পুখরিয়া ইউনিয়নের ছোটবৈন্যা গ্রামে এই ঘটনা ঘটে।
আব্দুল আওয়াল ওই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আওয়াল বাড়ির কাছে খেতে কাজ করছিলেন। ঝড় শুরু হলে তিনি ওই গ্রামের কোমর আলীর বাড়িতে আশ্রয় নেন। এ সময় ঝড়ে তার ওপর ঘরের চাল পড়লে তিনি ঘটনাস্থলে মারা যান। ওই ঝড়ে কোমর আলীসহ তার বাড়ির আরো দুই সদস্য আহত হন।