মানিকগঞ্জে চার লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক  

শাহাদুর রহমান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চার লক্ষ টাকার হেরোইনসহ আব্দুর রউফ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে শিবালয় উপজেলার বাউলীকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেফতারকৃত মাদক কারবারি মানিকগঞ্জ সদর উপজেলার বেরির চর এলাকার মৃত জাফর খানের ছেলে। সে জেলার ঘিওর উপজেলার উভাজানী এলাকায় থাকতো। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,গোপন সংবাদে ডিবির একটি আভিযানিক দল এসআই মোঃ ফরহাদুজ্জামান ভূইয়া এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ৪লক্ষ টাকা মুল্যের ৪০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এঘটনায় শিবালয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।