
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, শিমুলিয়া এলাকার মাইনুদ্দিন ও ও তার প্রতিবেশী মাহবুবের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুর ২টার দিকে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পরিবারের নারীসহ ৯ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সারোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে ৭ জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহত সবাই আশঙ্কামুক্ত।