মানিকগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে গোলাম মহীউদ্দীন বিজয়ী

 মানিকগঞ্জ প্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক গোলাম মহীউদ্দীন।

আওয়ামীলীগ সমর্থিত এই প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রমজান আলী মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৬ ভোট।

এ ছাড়াও নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন অংশগ্রহণ করেন।

জেলার ১৫টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৬৮০ জন পুরুষ ভোটার ও ২০৮ জন নারী ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।