
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ কর্তৃক পৃথক অভিযানে ৫৬(ছাপ্পান্ন) গ্রাম হেরোইন এবং ৩০০(তিনশত) গ্রাম গাঁজাসহ ০৫-জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। যাহার আনুমানিক বাজার মূল্য ৫,৭২,০০০/-(পাঁচ লক্ষ বাহাত্তর হাজার) টাকা। মাদকদ্রব্য উদ্ধারসহ ০৫-জন মাদক কারবারীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
২২/০৩/২০২৩-ইং রোজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সেই সুবাদে ২১/০৩/২০২৩-ইং তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা ১৮.১০ঘটিকায় এসআই(নিরস্ত্র)/রিপন নাগ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন চর বারইল সাকিনস্থ ঘোষ বাড়ী মোড়ে জনৈক মোঃ আঃ লতিফের চায়ের দোকানের সামনে থেকে ১৫+১৫+৪=৩৪ গ্রাম হেরোইন সহ ছকাই গ্রামের মৃত হারুন অর রশিদ এর ছেলে মোঃ ফারুক হোসেন(৪১), মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ জহিরুল ইসলাম(২২), মোহাম্মদ আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম(৩০)-কে গ্রেফতার করে।
একই তারিখে অপর একটি অভিযানিক দল এসআই(নিরস্ত্র) মোঃ ফরহাদুজ্জামান ভূইয়া এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানাধীন চরগড়পাড়া সাকিনস্থ জনৈক মমিনের ফাঁকা বালুর ভিটার উপর হতে ঘিওর থানার খাগড়িহাটা গ্রামের মৃত রমেশের ছেলে মোঃ ইকবাল হোসেন(৪০) এবং বড় বিলনালাই গ্রামের মোঃ সহিমুদ্দিনের ছেলে মোঃ রাজিব মিয়া(২৭)-কে ২২-গ্রাম হেরোইন ও ৩০০-গ্রাম গাঁজা-সহ গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, ইকবালের দখলে থাকা জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ে সহায়তা করছিল রাজিব মিয়া।
ধৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এতদ্ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় ০২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।