
শাহাদুর রহমান, মানিকগঞ্জঃ পেটে করে ইয়াবা বহন করেও শেষ রক্ষা হল না মানিকগঞ্জের দুই ইয়াবা ব্যাবসায়ীর। গোপন সংবাদের ভিত্তিতে পেটের ভেতর ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৪ এর একটি দল।
মঙ্গলবার সকালে সাটুরিয়া বাস্ট্যান্ডের পাশে ধামরাই এর নান্দেশ্বরী এলাকা থেকে তাদেকে আটক করা হয়। পেটে করে বহনকারী আটককৃত আরিব (২৩) এবং ইয়াবার চালনের মালিক আরিফুল ইসলাম (৩০)। দুই জনেরই বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশর ইউনিয়নের নাটোয়াবাড়ি এলাকায়।
র্যাব-৪ (মানিকগঞ্জ সিপিসি-৩)- এর সিনিয়র এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটকের পর দুজনকে মানিকগঞ্জ সুপার ডায়াগনস্টিক সেন্টার থেকে পেট এক্সরে করে নিশ্চিত হওয়া যায় তাদের পেটে ইয়াবা আছে। পরে ইয়াবা বহণকারী আবিরের পেট থেকে এক এক করে ১৪ শত ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ইয়াবা চালানের মালিক আরিফুল ইসলামকেও গ্রেফতার করা হয়। তারা টেকনাফ থেকে এই ইয়াবার চালান মানিকগঞ্জ আনতে ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে বলেও জানান র্যাবের ঐ কর্মকর্তা।