মানিকগঞ্জে বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ টাকা সহ দুই ছিনতাইকারী আটক

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ টাকা সহ দুই ছিনতাইকারীকে আটক করেছে RAB-4(সিপিসি-৩) মানিকগঞ্জ।
রবিবার বিকেল পৌনে পাঁচটা বাজে সদর উপজেলার ৪-নং পৌর এলাকার হিজুলী গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো মানিকগঞ্জের সদর উপজেলার রাজিবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন ও শেরপুর জেলার বেতমারি এলাকার রফিকুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান সবুজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইলী নামের এক নারী ইসলামী ব্যাংক, মানিকগঞ্জ শাখা থেকে  উনত্রিশ হাজার পাঁচশত টাকা তোলে বাড়ি ফিরছিলেন। সদর উপজেলার ৪-নং পৌর হিজুলী এলাকায় পৌছালে ছিনতাইকারীরা পিস্তলের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় লাইলীর চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে এলে ছিনতাইকারীরা তাদের নিকট ধরা পড়ে। খবর পেয়ে RAB-4 (সিপিসি-৩) এর সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি মোবাইল ও ছিনতাই কাজে ব্যাবহৃত একটি পালসার মোটরসাইকেল সহ দুই ছিনতাইকারীকে আটক করে।
RAB-4(সিপিসি-৩) এর সিনিয়র এ এসপি উনু মং জানান, বিকেলে আটককৃতরা হিজুলী এলাকা থেকে লাইলী নামের এক নারীর নগদ টাকা ছিনতাই করে পালানোর সময় তার চিৎকারে স্থানীয় জনগণ তাদের আটক করে। পরে খবর পেয়ে RAB ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ,দুটি মোবাইল ফোন ও ছিনতাই হওয়া নগদ উনত্রিশ হাজার পাঁচশত টাকা উদ্ধার করে এবং ছিনতাইকারী দুই সদস্যকে আটক করে। এ সময় ছিনতাই কাজে ব্যাবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রকৃয়া চলছে বলে জানান তিনি।