
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জে র্যাব -৪, সিপিসি-৩ এর অভিযানে ২২/০৩/২০২৩-ইং তারিখ রোজ বুধবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার সময় সদর থানার কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে পৌর বিপণী মার্কেটের তৃতীয় তলায় অ্যাডভোকেট মোঃ মনির হোসেন এর চেম্বার হতে বাল্যবিবাহের প্রস্তুতির সময় মোঃ মামুনুর রশিদ(৩৬) নামে একজন ভুয়া কাজীকে গ্রেফতার করেছে। অতঃপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা কবির মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত আসামীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।
র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোঃ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি মোঃ মামুনুর রশিদ(৩৬) মানিকগঞ্জ জেলার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহির চর এলাকার মোঃ আবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ নিজেকে কাজী পরিচয় দিয়ে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভুয়া কাবিনের মাধ্যমে প্রতারণাপূর্বক বিবাহ সম্পন্ন করেন।
এরূপ অভিযোগের প্রেক্ষিতে অত্র কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ প্রস্তুতির সময় আসামী মোঃ মামুনুর রশিদ(৩৬)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অতঃপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা কবির পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আসামি মোঃ মামুনুর রশিদ(৩৬) কে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উক্ত আসামীকে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।