
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম দাশুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ হাসান আল বান্না(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ গ্রাম হেরোইন ও ৪৭ পিস ইয়াবা সহ গ্রেফতার করে র্যাব। র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম দাশুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ আতাহার আলী দেওয়ান এর ছেলে মোঃ হাসান আল বান্না(৩২)কে ৫২ গ্রাম হেরোইন ও ৪৭ পিচ ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৪, সিপিসি-৩ এর আভিযানিক দল। এ সময় আসামির নিকট থেকে নগদ ৪,১১০ টাকা ও ০২-টি মোবাইল ফোনও উদ্ধার করে র্যাব।
র্যাব-৪,সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন জানান, “গ্রেফতারকৃত আসামি মোঃ হাসান আল বান্না(৩২) একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। সে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ সদর থানা এলাকা সহ আশপাশ এলাকায় যুব সমাজের নিকট অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা বিক্রয় করে আসছে। এই তথ্য পাওয়ার পর র্যাব এর একটি গোয়েন্দা দল তাকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ এলাকা(মানিকগঞ্জ জেলার সদর থানার পৌরসভার ০৬-নং ওয়ার্ডের পশ্চিম দাশুরা)য় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।”
এ ঘটনায় ধৃত আসামি মোঃ হাসান আল বান্না(৩২)র বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের এ ধরনের জোড়ালো তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।