
মানিকগঞ্জ সদরে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে আগুনে ২ বছরের শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজন ব্যবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আব্দুল রাশেদ (৪২) ও তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) এবং তাদের দুই বছর বয়সী ছেলে রিফাত।
দগ্ধ সোনিয়া (গৃহিণী) জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন নারংগাই রোডের একটি বাড়িটির নিচতলায় ভাড়া থাকেন। সেখানেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাশেদে কসাইয়ের দোকান রয়েছে। বাসায় তারা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করেন। তবে বাসাটিতে লাইনের গ্যাসও রয়েছে। গত রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন তারা। রাতে হঠাৎ ঘরের ভেতর আগুন জ্বলে ওঠে। ঘুম ভাঙতেই তাদের শরীরে আগুন লেগে যায়। এরপর শরীরে আগুন নিয়েই দ্রুত ঘর থেকে বের হয়ে যান। লাইনের গ্যাস লিকেজ হয়ে বাসার ভেতর জমে ছিল। আর মশার কয়েল থেকে আগুনের সংস্পর্শে তা বিস্ফোরণ হয় বলে ধারণা তাদের।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রাশেদের শরীরের ৮৫ শতাংশ, সোনিয়ার ২০ এবং রিফাতের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিন জনের অবস্থাই আশঙ্কাজনক।