মানিকগঞ্জে সাঁড়াশি অভিযানে অস্ত্র, ইয়াবা, টাকা-পাসপোর্টসহ গ্রেফতার ‘পিস্তল ফারুক’

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বন্যা প্রসাদ গ্রামে সেনা ক্যাম্পের বিশেষ সাঁড়াশি অভিযানে ফারুক আহমেদ ওরফে পিস্তল ফারুক গ্রেফতার হয়েছেন। গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) রাতে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৪ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন, ৬৪ হাজার টাকা এবং দুটি পাসপোর্ট জব্দ করা হয়।

অভিযান শেষে রাতেই ফারুককে আটক করে ঘিওর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জনশ্রুতি রয়েছে, ফারুক হঠাৎ করেই ২০২৩-২৪ সালের মধ্যে শত কোটি টাকার মালিক বনে যান। দেশে-বিদেশে তার অবাধ যাতায়াত ছিল এবং মদ্যপ অবস্থায় সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করা ছিল নিত্যদিনের ঘটনা। এলাকায় আধিপত্য বিস্তার করতে তিনি বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী মহলের সঙ্গে ওঠাবসা করতেন বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া, তার কাছ থেকে তিনটি ব্যাংকের ভিসা কার্ড পাওয়া গেছে। দুবাইতে হাউস ল্যান্ড ব্যবসাসহ দেশে-বিদেশে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছেন বলেও জানা যায়।

ঘিওর থানা পুলিশ বলছে, গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।