মানিকগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী র‍্যাবের অভিযানে গ্রেফতার

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সদর এলাকার চাঞ্চল্যকর নবু প্রামানিক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মজিবর(৬০)-কে দীর্ঘ ২৪ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক থাকার পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ। আত্মগোপনে থাকা অবস্থায় আসামী নিজের পরিচয় গোপন করার জন্য ক্রমাগতভাবে সে পেশা পরিবর্তন করে। প্রথমদিকে সে দিনমজুর, রিক্সাচালক হিসেবে কাজ করে। পরবর্তীতে সে মোহাম্মদপুরের আদাবর থানা এলাকায় অবস্থান করে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে আসছিল।
আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মজিবর ও ভিকটিম নবু প্রামানিক উভয়ই মানিকগঞ্জ জেলার নারীকুলী গ্রামে বসবাস করত এবং সেই সুবাদে তাদের মধ্যকার ভালো সম্পর্ক ছিলো।
গত ইং ১৬/১১/১৯৯৮ তারিখ বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় ফুটবল খেলা নিয়ে ভিকটিম নবু প্রামানিক এর ছেলে মোঃ বাদশার সাথে আসামী মোঃ মজিবরের চাচাতো শ্যালক মোঃ বরকতের সাথে বিরোধ বাধে। এরই সূত্র ধরে ভিকটিম নবু প্রামানিক এর স্ত্রী নুর নাহারের সাথে আসামী মোঃ মজিবরের স্ত্রী জুলেখার মধ্যে কথা কাটাকাটি ও চুল টানাটানি হয়। একপর্যায়ে উক্ত ঝগড়া থামানোর জন্য নবু প্রামানিক চেষ্টা করে। উক্ত সময়ে ঘটনাস্থলে মোঃ মজিবর, ছমির, আলতাফ, লেবু, জামাল এবং আব্বাছ দাঁ, লাঠি, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম নবু প্রামানিক এর উপর অতর্কিত ভাবে আক্রমন করে। সেখানে উপস্থিত আসামী মজিবরের হাতে থাকা নৌকার কাঠের বৈঠা দিয়ে ভিকটিম নবু প্রামানিককে আঘাত করে গুরুতর জখম করে, যার  ফলে ভিকটিম নবু প্রামানিক এর মাথার মগজ বাহির হয়ে যায়। তখন ভিকটিম নবু প্রামানিক মাটিতে পড়ে গেলে জামাল ও অন্যান্য আসামীদের হাতে থাকা লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মারধর করে ভিকটিম নবু প্রামানিক এর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভিকটিমের স্ত্রীর চিৎকার শুনে আশপাশ হতে লোকজন এসে ভিকটিম নবু প্রামানিককে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম নবু প্রামানিককে মৃত ঘোষণা করেন। মৃতের স্ত্রী নুর নাহার বাদী হয়ে আসামী মোঃ মজিবর সহ সর্বমোট ০৭ জনকে আসামী করে একই দিন মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১৪(১১)৯৮ তারিখ-১৭/১১/১৯৯৮ ইং, ধারা ১৪৮/৩০২/৩২৩/৩২৪/১১৪ পেনাল কোড। মামলা হওয়ার পর আসামী মোঃ মজিবর ব্যতিত বাকি এজাহারনামীয় সকল আসামী থানা পুলিশ কর্তৃক ধৃত হয়। মামলা হওয়ার পর থেকেই আসামী মজিবর আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত আসামীরা ০৩ মাস হাজত খেটে ১৯৯৯ সালে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। অত্র মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় আসামী মোঃ মজিবর’কে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন এবং এজাহার নামীয় বাকি ০৬ জন আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশীট থেকে অব্যাহতি প্রদান করেন।
র‍্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেঃ মোঃ আরিফ হোসেন জানান, আসামী ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন রাজনগর এলাকায় জন্মগ্রহণ করে। সে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন নি। ব্যক্তিগত জীবনে আসামীর ঘরে তার দুইটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে।  ১৯৯৮ সালের পর থেকে আসামী আর কোনো দিন মানিকগঞ্জে অবস্থান করেন নাই। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল মানিকগঞ্জের চাঞ্চল্যকর নবু প্রামানিক হত্যা মামলায় দীর্ঘ ২৪ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মজিবর(৬০)-কে গ্রেফতার করার জন্য ০২ জানুয়ারি ২০২৩ তারিখ রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আদাবর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সমর্থ হয়। আসামী মোঃ মজিবর মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রথম থেকেই গত ২৪ বছর পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।