
‘মানিকে মাগে হিথে’ গানে এবার একসঙ্গে পারফর্ম করলেন জ্যাকলিন ও ইয়োহানি। আর সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন ‘রয়’ অভিনেত্রী।
বেশ কয়েকমাস আগে ইউটিউবে মুক্তি পায় একটি সিংহলী গান। ‘মানিকে মাগে হিথে’। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রোতাদের এতটাই মনের কাছের হয়ে ওঠে যে তা ভাইরাল হতে সময় নেয়নি। যদিও এ গান আগেও মুক্তি পেয়েছিল অন্য গায়কের গলায়। কিন্তু তখন তা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি।
ইয়োহানি ডি সিলভা এ গানটি গাওয়ার পরই তা দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের তারকারাও কেউ বাকি নেই যিনি এ গানে নিজের মতো করে পারফর্ম করেননি। মাধুরী দীক্ষিত থেকে টাইগার শ্রফ, শিল্পা শেঠিরা প্রত্যেকেই এ গানটিতে নিজের মতো করে পারফর্ম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশা অন্যান্য ভাষার গায়করা এ গান নিজের মতো করে গেয়েও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার দুই শ্রীলঙ্কান তারকার মেলবন্ধনে জমে উঠল ‘মানিকে মাগে হিথে’। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
সূত্র: এবিপি আনন্দ