
অর্থনৈতিক প্রতিবেদক : মানিলন্ডারিং প্রতিরোধে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের নিয়ে ‘ফাইনান্সিয়াল ইনভেস্টিগেশন অব লন্ডারিং অ্যান্ড রিলেটেড অফেন্স’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা ২৬ ডিসেম্বর সোমবার শুরু হয়েছে।
ফাইনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ কর্মশালার আয়োজন করেছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মো. রাজী হাসান এ কর্মশালার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বিএফআইইউর অপারেশনাল হেড ও মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ।
কর্মশালায় দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিএফআইইউর ৩২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে রাজী হাসান বলেন, ‘মানিলন্ডারিং অপরাধ তদন্তে নতুনভাবে সংযোজিত সকল তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে।’
কর্মশালায় অর্জিত জ্ঞান বিভিন্ন তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ তদন্তে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।