
নিজস্ব প্রতিবেদক : ঈদের তৃতীয় দিনেও পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড় ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই এখানে নানাবয়সি মানুষের ঢল নামে। শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কাউন্টারে লাইনে দাঁড়িয়ে বিনোদনপ্রেমীরা টিকিট কিনছেন। ভেতরে ভিড়ের সঙ্গে বাইরে শিশুরা আনন্দ, চিৎকার, আর খুনসুটিতে ব্যস্ত।
ভেতরে সবুজে ঘেরা বিশাল প্রান্তরে পরী বিবির সমাধি, দরবার হল, সুউচ্চ দুর্গ, হাম্মামখানা, পুকুর, ঝর্ণা, মসজিদ, বিভিন্ন ফুল ও ঘাসের গালিচায় হেসেখেলে ছবি তুলছিলেন অনেকেই। জিনজিরার রেহানা বেগম বলেন, ‘প্রতিবারই সন্তানদের নিয়ে এখানে আসি। তাদের ঐতিহ্যা দেখা বা জানার সুযোগ করে দিই। আনন্দও করে।’ সাভার থেকে সপরিবারে আসা মুদি দোকান ব্যবসায়ী কামরুল আলম বলছিলেন, ‘সময় তো পাই না, এ কারণে ঈদের ছুটিতে কেল্লা ঘুরে দেখতে এসেছি। সঙ্গে স্ত্রী ও মেয়ে আছে। ভালোই লাগছে।’ খোঁজ নিয়ে জানা যায়, প্রতি ঈদেই এখানে ভিড় হয়।
বাবা-মা, আত্মীয়-স্বজনদের সঙ্গে ঘুরতে শিশুরাও আসে। ১৬শ শতকে বুড়িগঙ্গা নদীর তীরে মোগল সুবেদার শায়েস্তা খানের আমলে নির্মিত লালবাগ কেল্লার ইতিহাস ও ঐতিহ্য জানার আগ্রহ অনেকেরই আছে।