কল্পবিজ্ঞান গ্রাফিক নভেলে দেখে মিলতে পারে তাদের। বাস্তবে কদাচ নয়। এমনটাই ভাবা গিয়েছিল এতদিন। মানুষের সঙ্গে অন্য প্রাণীর মিশ্রণকে কিংবদন্তি বা রূপকথা স্থান দিলেও, তাকে বাস্তবে দেখা গিয়েছে বলে জানা যায় না। হিন্দু পুরাণের নৃসিংহ বা ইউরোপীয় পুরাণের ঘোড়ামানুষ সেন্টাউর বইয়ের বাইরে বেরিয়ে আসেনি কখনই। কিন্তু ভবিষ্যতে যে আসবে না, সেই সম্ভাবনাকে আর উড়িয়ে দেওয়া যে যাবে না, তার প্রমাণ রাখল বিজ্ঞান।
সম্প্রতি ‘সেল’ নামে এক বিজ্ঞান জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণা-নিবন্ধ। তাতেই জানানো হয়েছে এই নিবন্ধের লেখক বিজ্ঞানীরা মানুষ ও শুয়োরের মিশ্রণে তৈরি একটি প্রাণীকে তৈরি করতে সমর্থ হয়েছেন। প্রাণীটিকে অবশ্য ভ্রূণাবস্থাতেই তাঁরা নষ্ট করে দিয়েছেন। কিন্তু এই নিরীক্ষা থেকে এ কথা প্রমাণিত হয়েছে যে, এমন হাঁসজারু বা বকচ্ছপ তৈরি সত্যিই সম্ভব।
ক্যালিফোর্নিয়ার এই বিজ্ঞানী দলের প্রধান হুয়ান কার্লোস ইজপিসুয়া বেলমন্তে জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে গবেষণা চালিয়ে যাবেন। এর পরে তাঁরা চেষ্টা করবেন, শুয়োরের দেহে মানব দেহকোষ কোনও প্রত্যঙ্গ তৈরি করতে পারে কি না, তা দেখা। বেলমন্তের মতে, কোনও তালার ডুপ্লিকেট চাবি তৈরি করাই যায়, কিন্তু সেই চাবি দিয়ে তালাটি খুলবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই।
এর আগে এই বিজ্ঞানী দল ইঁদুরের দু’টি প্রাজাতির মিশ্রণ তৈরি করতে চেয়েছিল। এই নিরীক্ষা ২০১০ সালে সফলও হয়েছিল। তাঁরা মানুষ ও অন্য প্রাণীকে একত্র করে এই প্রথম নিরীক্ষা চালালেন। এই ভ্রূণ কী কাজে আসতে পারে— এই প্রশ্নের উত্তরে ইজপিসুয়া বেলমন্তে জানিয়েছেন, এই মিশ্র প্রাণী বিজ্ঞান গবেষণার প্রভূত উপকারে আসবে। যে কোনও ওষুধের পরীক্ষায় এদের ব্যবহার করা যাবে। মানব দেহে কোনও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনেও এরা কাজে আসবে।