
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মান্ডা এলাকায় হাইড্রোলিক পাঞ্চিং মেশিন বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এরা হলেন- ভাঙরি দোকানের মালিক মো. আলম (৩৩) ও কর্মচারী মো. মেমিন (২০) ও আনোয়ার হোসেন।
সোমবার বিকেলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে মান্ডায় আফরোজ এন্টারপ্রাইজ নামের ভাঙরির দোকানের মালামাল হাইড্রোলিক পাঞ্চিং মেশিন দিয়ে গোছানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বিকট শব্দে মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে তারা দগ্ধ হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল রাইজিংবিডিকে জানান, আলমের শরীরের ৬০ শতাংশ পুড়েছে। বাকি দুজনেরও শরীর বেশ পুড়েছে। তারাও শঙ্কামুক্ত নন।
মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, ‘মেশিনে বিস্ফোরণ হয়েছে না কি ভাঙরির মধ্যের কিছু থেকে বিস্ফোরণ ঘটেছে তা তদন্তের পরই বলা যাবে।’