
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে সোমবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, মাহমুদুর রহমান মান্নার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার পূর্বনির্ধারিত চিকিৎসার তারিখ রয়েছে। সেজন্য তাকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ওই কারাগারের মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান জানান, মাহমুদুর রহমান মান্না সারভাইকাল স্পনডাইলোসিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি মান্না গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে সেনাবিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুই মামলা রয়েছে।
মামলা দুটিতে তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। গত ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই জামিন আদেশ বহাল রাখেন। জামিনের কাগজপত্র কারাগারে না আসায় তিনি এখনো মুক্তি পাননি।