মামদানির হাতে ভাত খাওয়া নিয়ে কটাক্ষ, তোপের মুখে মার্কিন আইনপ্রণেতা

নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানির খাবার খাওয়ার পদ্ধতি নিয়ে কটাক্ষ করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন মার্কিন আইনপ্রণেতা ব্র্যান্ডন গিল।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রিপাবলিকান এই কংগ্রেসম্যান মামদানি ভাত খাওয়ার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন। ওই ভিডিওতে মামদানিকে হাত দিয়ে ভাত খেতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করে ব্যান্ডন গিল লেখেন, ‘আমেরিকার সভ্য মানুষ এভাবে খায় না। যদি তুমি পশ্চিমা রীতিনীতি গ্রহণ করতে অস্বীকৃতি জানাও, তাহলে তৃতীয় বিশ্বে ফিরে যাও। ’

ব্যান্ডনের এই পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়া ক্ষোভের সৃষ্টি করে। এরইমধ্যে অনেক ব্যবহকারী গিলের বিভিন্ন পারিবারিক ছবি খুঁজে বের করে কটাক্ষ করেন।

গিলের স্ত্রী হলেন ডানপন্থি ভাষ্যকার দীনেশ ডি’সুজার ভারতীয় বংশোদ্ভূত কন্যা ড্যানিয়েল ডি’সুজা। নেটিজেনরা গিল এবং তার ভারতীয় বংশোদ্ভূত শ্বশুরের হাত দিয়ে খাওয়ার পুরনো ছবি বের করে সাংস্কৃতিকভাবে মামদানিকে আক্রমণ করার জন্য তাকে নিন্দা করেছেন।

একজন ব্যবহারকারী গিলের শ্বশুর দীনেশ ডি’সুজার হাত দিয়ে খাওয়ার ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমেরিকা থেকে আসা সভ্য ব্যক্তিকে স্বাগত জানাই। আপনার শ্বশুর দীনেশ ডি’সুজা এভাবে খাচ্ছেন’। ’

গিলের পোস্টের কমেন্ট সেকশনে একজন এক্স ব্যবহারকারী প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনি টাকো, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার ইত্যাদি কীভাবে খান? আপনি কি ফর্ক দিয়ে লেইস খান?’

আরেক ব্যবহারকারী গিলের পিৎজা এবং হট ডগ খাওয়ার ছবিও পোস্ট করে লেখেন, ‘আমাদের প্রথমে আপনাকে ফেরত পাঠানো উচিত।’

এদিকে নেটিজেনদের এসব সমালোচনার মধ্যে স্বামীর পক্ষ নিয়েছেন ড্যানিয়েল ডি’সুজা। তিনি লেখেন, ‘আমি হাত দিয়ে ভাত খেয়ে বড় হইনি এবং সবসময় কাঁটাচামচ ব্যবহার করেছি। আমার জন্ম আমেরিকায়। আমি একজন খ্রিস্টান ‘‘মাগা’ দেশপ্রেমিক। আমার বাবার বর্ধিত পরিবার ভারতে থাকে এবং তারাও খ্রিস্টান এবং তারাও কাঁটাচামচ ব্যবহার করে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। ’