মামলা স্থগিত রাখতে চাইছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে জালিয়াতির মামলা চলছে তা স্থগিত রাখার আবেদন করেছেন তিনি।

ট্রাম্পের আইনজীবী বলছেন, তার মক্কেল হোয়াইট হাউসে প্রবেশ না করা পর্যন্ত তার বিরুদ্ধে এই মামলা স্থগিত রাখার আবেদন করেছেন তিনি।

এর কারণ হিসেবে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, নব-নির্বাচিত প্রেসিডেন্ট এখন খুবই ব্যস্ত। এই মামলা মোকাবিলা করার মতো সময় এখন তার নেই।

প্রসঙ্গত, ২০১০ সালে ট্রাম্প ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দায়ের করা মামলায় একমাত্র বিবাদি করা হয় নব-নির্বাচিত প্রেসিডেন্টকে। তাদের আইনজীবী যুক্তি দিয়ে বলছেন, তারা (শিক্ষার্থী) যে রিয়েল স্টেট কোর্সে অংশ নিয়েছিলেন তার সার্টিফেকেট তাদের দেওয়া হয়নি।

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযোগের মুখোমুখি হওয়া একজন নব-নির্বচিত প্রেসিডেন্টের জন্য খুবই বিব্রতকর। এই মামলায় হেরে গেলে ট্রাম্পকে হাজার হাজার ডলার জরিমানা গুনতে হবে।

ইউএসএ টুডে জানায়, এ অবস্থায় ট্রাম্পের আইনজীবী ড্যানিয়েল পেত্রোসেলি মামলার বিচারককে বলেছেন, নবনির্বচিত প্রেসিডেন্ট মামলা স্থগিত রাখতে চাইছেন।

তার এমন আবেদন করার কারণ কি, জানতে চাইলে তিনি বলেন, তিনি (ট্রাম্প) এখন যুক্তরাষ্ট্রের নবনির্বচিত প্রেসিডেন্ট। তাই ক্ষমতা গ্রহণে তার স্বচ্ছন্দ প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

আইন অনুযায়ী প্রেসিডেন্ট যতক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করেন ততক্ষণ পর্যন্ত তিনি যেকোনো ধরনের অপরাধের অভিযোগ থেকে ছাড় পেয়ে থাকেন। তবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি কোনো ছাড় পান না।