মামিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ

আল-আমীন,মেহেরপুরঃ
শিক্ষা বোর্ডের নির্দেশ উপক্ষো করে এসএসসি পরিক্ষার ফরম পূরণ করা বাবদ পরীক্ষার্থী প্রতি ৯শ টাকা করে বেশি নেওয়ার অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।
অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার সুভাস চন্দ্র গোলদারের নির্দেশে গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ওই বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা পরীক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পেয়ে অতিরিক্ত অর্থ ফেরতের নির্দেশ দেন এবং বোর্ড নির্ধারিত ফি দিয়ে ফরম পূরণ করার নির্দেশ দেন। অন্যাথায় বিদ্যালয়ের এমপিও ভুক্ত বাতিলের সুপারিশ করে উর্ধতন কতৃপক্ষের কাছে চিঠি লেখার কথা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয় থেকে ২০১৭ সালে ১২৩ জন পরীক্ষার্থী পরীক্ষা এসএসসি অংশ নিবে। তাদের ফরম পূরনের বাবদ শিক্ষা বোড হতে মানবিক বিভাগের জন্য এক হাজার ৭শ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ৮শ টাকা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা পরীক্ষার্থী দের কাছে অতিরিক্ত ৯শ টাকা করে আদায় করেন। এনিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ করলে তাদের পরীক্ষা দিতে না দেয়ার হুমকি দেয়া হবে বলে তার অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মিঠুন ও হুমায়রা তারা দুজনই জানায়, শিক্ষকদের নির্দেশে তারা এসএসসি ফরম পূরণের জন্য ২ হাজার ৭শ টাকা করে জমা দিয়েছেন।
মানবিক বিভাগের পরীক্ষার্থী লোমান আলী, শ্রাবণ, সুমন, খাইরুল ইসলাম, লিজন হোসেন, হৃদয় হোসেন, সজিব, অনিকুর, শাহানসহ পরীক্ষাথীরা অভিযোগ করে বলে, তারা সকলেই ২ হাজার ৬শ টাকা করে জমা দিয়েছেন। কিন্তু তাদের কোনো রশিদ দেয়া হয় নাই। রশিদ চাইলে বা বেশি টাকা নিচ্ছেন কেন এমন প্রশ্ন শিক্ষকদের করলে শিক্ষকরা পরীক্ষা না দেয়ার কথা বলে তাদের তাড়িয়ে দেয় বলে তারা অভিযোগ করেছেন কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের কাছে।
অনিকুর রহমানের মা ফারজান ববি রিক্তা অভিযোগ করে বলেন, এত বেশী টাকা লাগলে আমারা ছেলেমেয়েদের পড়াবো কিভাবে। তিনি বলেন, ছেলের মুখ থেকে শুনে কষ্ট করে ২হাজার ৬শ টাকা গুছিয়ে দেয়া হয়েছে। পরে বিভিন্নভাবে শুনতে পাই ৯শ টাকা করে বেশি নেয়া হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের মত গরীব মানুষেরা ছেলেমেয়ের লেখাপড়া করাতে পারবে না।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহাবুবুর রহমান খোকন বলেন, আমি প্রধান শিক্ষক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি। তাই অনেক কিছু বঝে উঠতে পারিনি। সদর উপজেলার যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপুর নেতৃত্বে উপজেলার প্রায় সকল স্কুলের প্রধান শিক্ষকরা একত্রে বসে পরীক্ষার ফরম পূরণের এই টাকা নেয়ার সিদ্ধান্ত নিলে আমরা সেভাবেই নিয়েছি। অতিরিক্ত অর্থ ফেরতের বিষয়ে তিনি বলেন, যেহেতু উর্ধতন কর্মকর্তা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন সেই হিসেবে সকলের টাকা ফেরত দেয়া হবেএবং এখন বোর্ড নির্ধারিত টাকায় ফরম পুরণ করা হবে। তবে তিনি দাবি করে বলেন, তার বিদ্যালয়ের মত যেন অন্যান্য বিদ্যালয়ও বোর্ড নির্ধারিত ফি গ্রহণ করে সেটিও দেখার অনুরোধ জানান তিনি।
সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক উপস্থিত সাংবাদিকদের বলেন, অভিযোগের সত্যতা পেয়ে অতিরিক্ত অর্থ ফেরত এবং বাকি পরীক্ষার্থীদের সাথে বোর্ড নির্ধারিত ফি নিয়ে ফরম পূরণ করার নির্দেশ দেয়া হয়েছে। এর অন্যাথায় হলে ওই বিদ্যালয়ের বিরুদ্ধে এমপিও বাতিলের সুপারিশ করে বোর্ডে চিঠি পাঠানো হবে। একই সঙ্গে তিনি আরো বলেন, অন্যান্য বিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে বিষয়টি সতর্ক করে দেয়া হবে বলে তিনি জানান।
জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার বলেন, অভিযোগ পেয়ে দ্রুত উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়ে অতিরিক্ত অর্থ ফেরতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, কোনো খরচ দেখিয়ে পরীক্ষার ফরম পূরণ বাবদ কোনো বিদ্যালয় অতিরিক্ত অর্থ আদায় করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।