
সাবেক ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালি ফোগত মারা গেছেন। সোমবার মধ্যরাতে হঠাৎ হৃদ্যন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার। তবে পুলিশ এখনও সরকারিভাবে তার মৃত্যুর কারণ জানায়নি।
মনে করা হচ্ছে মৃত্যুর কিছুক্ষণ আগে সোনালি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। একই সময়ে টুইটার অ্যাকাউন্টে তার প্রোফাইল ছবিও পরিবর্তন করেন।
সোনালি ফোগতের বাবা-মা হরিয়ানার ভুথান গ্রাম থেকে গোয়া যাচ্ছেন মেয়েকে শেষ দেখা দেখতে। ২০১৬ সালে, তার স্বামী সঞ্জয় ফোগতকে একটি খামারবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
ছোটপর্দায় সোনালি ফোগতকে শেষবার দেখা গিয়েছিল ‘বিগ বস ১৪’-এ। তিনি একজন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করে ব্যাপক জনপ্রিয় হন।
সূত্র: আনন্দবাজার