ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক (৪৭) মারা গেছেন।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
এদিকে অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শোক বাণীতে উপাচার্য জানান, অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক ছিলেন একজন জৈব-পরিসংখ্যান বিশেষজ্ঞ ও গবেষক। বিভাগীয় শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। অসময়ে তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের এক অপূরণীয় ক্ষতি সাধিত হল। পরিসংখ্যান শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য গুণী এই পরিসংখ্যানবিদ স্মরণীয় হয়ে থাকবেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।