
দেশের অন্যতম সঙ্গীতশিল্পী ও শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষক ওস্তাদ সঞ্জীব দে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে নয়াটোলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে প্রখ্যাত সেতার শিল্পী নিশিত দে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমার বাবা সঞ্জীব দে বৃহস্পতিবার রাত ১০:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মা শান্তিতে থাকুক। তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করবেন।’
এক পুত্র, এক কন্যা ও স্ত্রী রেখে না ফেরার দেশে চলে গেলেন এই গুণী শিল্পী ও কিংবদন্তি।