
নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘মারুথা’ রোববার দিবাগত রাতে মিয়ানমার উপকূল অতিক্রম করেছে।
এটি বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তাই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় ‘মারুথা’ বঙ্গোপসাগরে অবস্থান করায় ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছিল আবহওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্ক বার্তায় বলা হয়েছে, মিয়ানমার উপকূলের অদূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ‘মারুথা’আরো সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে রাত ৩টায় মিয়ানমার উপকূল অতিক্রম করেছে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সোমবার সন্ধ্যা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।