আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্রে উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, মার্কিনদের চোখে তিনি ভয় দেখতে পাচ্ছেন।
মঙ্গলবার ওবামা নিজের প্রেসিডেন্ট মেয়াদের সর্বশেষ সফর করেন গ্রিসে। রাজধানী এথেন্সে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবামা বলেন, যান্ত্রিকতা ও বিশ্বায়নের বিষয়ে আমেরিকানদের মধ্যে তিনি ক্ষোভ ও ভয় দেখতে পাচ্ছেন। কিন্তু রিপাবলিকান পার্টি যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিষয়ে এই উপাদানগুলো ব্যবহার করে না।
তিনি বলেন, ‘আপনারা রিপাবলিকান দলের বেশ কয়েকজন নির্বাচিত কর্মকর্তা, কর্মী ও প্রচারমাধ্যমের বাগাড়ম্বর দেখেছেন। এগুলোর মধ্যে বেশ কিছু সংকট সৃষ্টিকারক এবং বিষয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে জনগণকে প্রভাবিত করতে এগুলো কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে।’
গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাসের সঙ্গে সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্যই রিপাবলিকান পার্টির ওই সুনির্দিষ্ট ইস্যুতে আটকা পড়েছেন। তিনি একে আরো বিস্তার করতে সমর্থ হয়েছেন এবং নির্বাচনে জিততে যথেষ্ট ভোট পেয়েছেন।’
আমেরিকানদের এখনই উগ্র জাতীয়তাবাদের উত্থান ঠেকাতে হবে উল্লেখ করে ওবামা বলেন, ‘উগ্র জাতীয়তাবাদ অথবা গোষ্ঠীগত পরিচয় অথবা গোষ্ঠীবাদ, যা আমাদের ও তাদের চারদিকে তৈরি করা হয়েছে, তার উত্থান ঠেকাতে আমাদের নজরদারি করতে হবে।’