মার্কিনিদের যথেষ্ট মেধা নেই: ট্রাম্প

অভিবাসন ইস্যুতে কড়া অবস্থানে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোল পাল্টেছেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির জন্য দক্ষ বিদেশি কর্মী দরকার। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিনিরা আসলে এসব কাজের যোগ্য না, তাদের মেধায় ঘাটতি আছে।

মার্কিন প্রেসিডেন্টের মতে, দীর্ঘ সময় বেকার থাকা আমেরিকানদের অনেক বেশি প্রশিক্ষণ দিতে হয়। তাছাড়া অদক্ষ কর্মীদের প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে নিয়োগ দিলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। তাই এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি মেধাবীদের চান ট্রাম্প।

বিশ্বের অর্থনীতিকে নেতৃত্ব দেওয়া দেশটির প্রধানের এমন মন্তব্যের পর আলোচনার পারদ চড়েছে। বিশ্লেষকরা মনে করেন, প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর অভিবাসিত হয়ে আসা ছাত্রদের মার্কিন ভাগ্য আবারও খুলতে যাচ্ছে।

গত সেপ্টেম্বরে ট্রাম্প একটি ঘোষণার মাধ্যমে নতুন এইচ-১বি ভিসা আবেদনের ওপর ১ লাখ ডলারের বিশাল ফি আরোপ করেন। এতে ভেঙে যায় অনেকের স্বপ্ন। তবে তা এবার কমে আসতে পারে। এইচ-১বি মূলত অ-আমেরিকান শিক্ষার্থীদের এমন এক ভিসা যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলি দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেয়।

ফক্স নিউজের লরা ইনগ্রাহামকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তার প্রশাসন কি এইচ-১বি ভিসাকে অগ্রাধিকারহীন করতে যাচ্ছে? ট্রাম্প বলেন, ‘আপনাকে প্রতিভা আনতেই হবে।’

ইনগ্রাহাম পাল্টা বলেন, ‘আমাদের প্রচুর প্রতিভা আছে।’ ট্রাম্প জবাবে বলেন, ‘না আমাদের মোটেও নেই। আমাদের নির্দিষ্ট কিছু প্রতিভা নেই। মানুষকে শিখতে হয়, আপনি বেকার তালিকা থেকে কাউকে তুলে এনে বলতে পারেন না, আমি তোমাকে একটি কারখানায় রাখছি, আমরা মিসাইল বানাবো।’

গত সপ্তাহে মার্কিন শ্রম বিভাগ এইচ-১বি ভিসা অপব্যবহার নিয়ে ১৭৫টি তদন্ত শুরু করেছে। ‘প্রজেক্ট ফায়ারওয়াল’ নামে পরিচিত এই উদ্যোগটি ভিসা ব্যবস্থার অপব্যবহারকারী কোম্পানিগুলিকে লক্ষ্য করে শুরু করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সেরা মেধাবীদের আসতে নিরুৎসাহিত করবে। তবে সাম্প্রতিক এই মন্তব্যের মাধ্যমে আগ্রাসী অভিবাসন সংস্কারের বিষয়ে ট্রাম্প অবস্থান শিথিল করছেন বলে ধারণা করা হচ্ছে।

এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিদেশি নাগরিকদের বিশেষ দক্ষতা বা বিশেষ পেশার কাজে চাকরি করার অনুমতি দেয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ব্যাপক অভিবাসন দমন অভিযান শুরু করেন।