মার্কিন করোনার ভ্যাকসিন পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে

মার্কিন ভ্যাকসিন

করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন ভ্যাকসিন চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির গবেষকরা। মার্কিন গবেষকদের দাবি, উদ্ভাবিত এ ভ্যাকসিন করোনা আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম। চূড়ান্ত পরীক্ষার আগে সব ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ায় চূড়ান্ত পরীক্ষায় এটি উত্তীর্ণ হবে বলে আশা প্রকাশ করে তারা। অন্তত ৩০ হাজার মানুষের মধ্যে চালানো হয় এই পরীক্ষা।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউসি বলেন, ‘আপনি কিভাবে এটি তৈরি করছেন এটি কোনো বিষয় নয়, এটি সফলতার মুখ দেখবে এটাই হচ্ছে স্বস্তির খবর।’ সফলতার খুব কাছাকাছি থাকা এই ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ধাপে পরীক্ষা শুরু হয় ২৭ জুলাই।

গবেষকরা দল জানায়, ‘প্রথমিক পরীক্ষায় দেখা গেছে এই ভ্যাকসিনে সফলভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে। এটি এখন চূড়ান্ত পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত।’

ড. অ্যান্থনি ফাউসি বলেন, বর্তমানে এই ভ্যাকসিন ‘ভালো একটি পর্যায়ে’ রয়েছে বলে গবেষণা দলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এই ভ্যাকসিন কতটা রোগ প্রতিরোধ করতে সক্ষম বা আক্রান্তদের কতটা সুস্থ করে তুলতে সক্ষম সেটি জানতে আগামী বছর পর্যন্ত সময় লেগে যাবে বলে জানান ফাউসি।

ওষুধ নিয়ে ফাউসি বলেন, ‘যুক্তরাজ্যে স্টেরয়েড ডেক্সামেথাসনের পরীক্ষার ফলাফলে তিনি মুগ্ধ। ওষুধটি পরীক্ষায় ভেন্টিলেশনে থাকা কোভিড-১৯ রোগীদের মৃত্যুঝুঁকি এক–তৃতীয়াংশ কমাতে সক্ষম হয়েছে। তবে এ ওষুধ রোগীর সংক্রমণের পরপরই না দিতে পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের এ বিশেষজ্ঞ।’

বিশ্বের বিভিন্ন প্রান্তে এরই মধ্যে বেশ কিছু সম্ভাব্য টিকা উদ্ভাবনের দাবিও করা হয়েছে। এর মধ্যে কিছু সম্ভাব্য টিকা মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে এসবের কোনোটিই সম্প্রতি আসার সম্ভাবনা নেই। তবে রাশিয়ার বিজ্ঞানীরা বলেছেন, তারা আগামী মাসের মধ্যে করোনার টিকা আনার ব্যাপারে আশাবাদী।

সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এ রাশিয়ার বিজ্ঞানীদের বরাত দিয়ে বলা হয়, বিশ্বের প্রথম করোনাভাইরাসের টিকা আগামী মাসেই রোগীদের শরীরে প্রয়োগ করা হবে। এর আগে মস্কোর এক মেডিকেল বিশ্ববিদ্যালয় জানায়, তারা স্বেচ্ছাসেবীদের ওপর সম্ভাব্য ওই টিকার সফল প্রয়োগ করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে সারা বিশ্বে টিকা তৈরির নানা উদ্যোগ নিয়ে একটি খসড়া তালিকা রয়েছে। গত সপ্তাহ পর্যন্ত এ তালিকায় ১৬০টি উদ্যোগের তথ্য ছিল। তালিকার তথ্য অনুযায়ী, ২১ টিকা মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছেছে। আর ১৩৯টি প্রাক-পরীক্ষামূলক পর্যায়ে রয়ে গেছে। ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা ২১ টিকার মধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ডের একটি টিকা আছে।