বিনোদন ডেস্ক : মার্কিন টিভি রিয়েলিটি শো পার্সোনালিটি এবং মডেল কিম কার্দাশিয়ান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ছবি পোস্ট করে অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। মাঝে কিছুটা সময় খবর থেকে দূরে ছিলেন। সে জন্যই সম্ভবত সোশ্যাল সাইটে আবারো নগ্ন হয়ে দেখা দিয়েছেন। আর তাতেই তাকে নিয়ে বইছে আলোচনার ঝড়। তবে এবার শুধু নগ্ন ছবি নয়, পাশাপাশি নিজের প্রায় পুরো শরীরের একটি নগ্ন ভিডিও পোস্ট করেছেন তিনি। জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটে তার ফটো-ভিডিও শেয়ার করেছেন তিনি।
নতুন এই ভিডিও এবং ছবিতে কিমের প্রায় পুরো শরীর উন্মুক্ত। সেখানে দেখা যাচ্ছে এক হাতে ফোন ধরে অন্য হাতে বুক ঢেকে রেখেছেন তিনি। এখানেই শেষ নয়। নগ্ন অবস্থায় আরো একটি ভঙ্গিমায় দেখা গেছে তাকে। সেখানে দু’হাতেই ফোন ধরে আছেন কিন্তু সুকৌশলে দুই বাহু দিয়ে ঢেকেছেন বুক।
কিম অবশ্য আগেই জানিয়েছিলেন, ভক্তদের জন্য বড় চমক রয়েছে তার পক্ষ থেকে। কিন্তু সেটা যে এ ধরনের ভিডিও হবে, সে বিষয়ে হয়তো ভক্তরাও আন্দাজ করতে পারেননি।